









প্রিলিতে সবসময় লিখিতের সর্ট প্রশ্নাবলী থেকে আসে।।। ১। কাহ্নপা কে ছিলেন? [১০, ১২ বিসিএস লিখিত] উত্তরঃ কাহ্নপাচর্যাপদের একজন প্রধান কবি। তাঁর রচিত পদের সংখ্যা ১৩ টি। ২। বাংলা ভাষার পূর্ববর্তী স্থরের নাম কী? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ অপভ্রংশ। ৩। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? [১০, ১৫, ২০, ২২, ৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন। ৪। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী?










১০। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ’অগ্নিবীনা’ (১৯২২)। ১১। ’ধূসর পাণ্ডলিপি’ কার রচনা? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ জীবনানন্দ দাস। ১২। ‘লালসালু’র লেখক কে? [১০ বিসিএস লিখিত] উত্তরঃসৈয়দ ওয়ালীউল্লাহ। ১৩। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ আরেক ফাল্গুন।





১৪। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ চন্দ্রাবতী। ১৫। ‘অন্নদামঙ্গল’ কার রচনা? [১১, ২০ বিসিএস লিখিত] উত্তরঃভারতচন্দ্র রায় গুণাকর। ১৫। ‘গোরক্ষ বিজয়’ এর আদি কবির নাম কী? [১১ বিসিএস





লিখিত] উত্তরঃ শেখ ফয়জুল্লাহ। ১৬। ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক কে? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ মুহম্মদ কবীর। ১৭। ’মধুমালতী’ কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ হিন্দি। ১৮। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী? [১১, ১৩ বিসিএস লিখিত] উত্তরঃ’সংবাদ প্রভাকর’ (১৮৩১)। ১৯। ‘প্রফুল্ল’ নাটকটি কে রচনা করেছেন? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ গিরশিচন্দ্র ঘোষ। ২০। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ ১৯২৩ সালে। ২১। ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতার নাম কী?





[১১ বিসিএস লিখিত] উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ২২। আত্মজীবনীমূলক রচনা ‘উদাসীন পথিকের মনের কথা’র লেখক কে?[১১, ৩১ তম বিসিএস লিখিত] উত্তরঃ মীর মোশাররফ হোসেন। ২৩। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ ‘রাত্রিশেষ’। ২৪। ‘নেমেসিস’ নাটকটির রচয়িতা কে? [১১ বিসিএস লিখিত] উত্তরঃনূরুল মোমেন। ২৫। ‘নদীবক্ষে’ কার রচনা?







































