আপনি কি চা বা কফি পান করতে পছন্দ করেন? উত্তর নিশ্চই হ্যাঁ আসবে! অবাক হওয়ার কিছু নেই সারবিশ্বের প্রায় প্রায় ৮০% মানুষ চা বা কফি পানে অভ্যস্ত। তবে আমিও কিন্তু কফি অপেক্ষা চা বেশি পছন্দ করে থাকি। চা বা কফি পানের অনেক উপকারিতা থাকলেও এর কিছু অপকারিতা রয়েছে তা হয়ত আমরা অনেকে জানিনা।
চা বা কফি পান এর ক্ষতিকর দিকটা আমরা কখনোই ভাবি না। যখনই আমাদের ক্লান্তি বা ঘুম চলে আসে ধুম করে পান করে নিই ১ কাপ চা বা কফি। তবে আপনি জানেন কি? সকালে ঘুম হতে উঠে খালি পেটে ১ কাপ চা বা কফি পান আপনার শরীরের কতটা ক্ষতিকর? হয়ত জানেন না।
কিন্তু সাবধান হয়ে যান এখুনি। অতিরিক্ত গরম চা পান হতে বিরত থাকুন। তা না হলে হতে পারে কন্ঠনালীর ক্যান্সার। আমেরিকার ক্যান্সার সোসাইটি হতে করা গবেষণা হতে জানা যায় এমন তথ্য। এই গবেষণায় জানানো হয়েছে, গরম চা কণ্ঠনালীতে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে প্রায় ৯০ ভাগেরও বেশি। যদি কোন ব্যাক্তি ৬০ ডিগ্রি সেলিসিয়াস এর বেশি গমর চা এবং দিনেন ৭০০ মি.লি চা পান করেন তাহলে তার গলার ক্যান্সার হওয়ার সম্ভবনা প্রবল।
আমেরিকার ক্যান্সার সোসাইটি প্রায় ৫ ধরে করা গবেষণা হতে জানা যায়, এই গবেষণাটি উত্তর-পূর্ব ইরানের প্রায় ৫০ হাজার মানুষের উপরে করা হয়। তাদের মধ্যে দেখা যায় যারা সকালে খালি পেটে ঘুম হতে উঠে গরম চায়ের কাপে চুমুক দেয় এবং বেশি মাত্রায় চা পান করে তাদের প্রায় ৮০% শতাংশ মানুষ কণ্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত।
নতুবা তারা কোন না কোনভাবে গলার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানবতার জীবন যাপন করছে। অনেকে ইতিমধ্যে মারাও গিয়েছে। তাই গবেষকদের পরামর্শ হলো সকালে কখনোই খালি পেটে গরম চা পান নয়। আর দিনে ২ কাপের বেশি চা পান নয় । এর ব্যতিক্রম করলে আপনার বিপদ আসন্ন।